News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

বিএনপির ঘোষিত তালিকা চূড়ান্ত মনোনয়ন না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১০:১৮ পিএম বিএনপির ঘোষিত তালিকা চূড়ান্ত মনোনয়ন না

সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ৪ থেকে ৫দিন আগে দল থেকে একটি প্রাথমিক প্রার্থী প্রকাশ করা হয়েছে। সেই তালিকা চূড়ান্ত তালিকা নয়। সেই তালিকা যে সময় চূড়ান্ত হবে, যাকে যেই আসনে দল থেকে নমিনেশন দেওয়া হবে এবং এই নারায়ণগঞ্জ-৫ আসনে দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা তার পক্ষেই ধানের শীষের পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়বো। কোন দ্বিধা দ্বন্ধ আমাদের মাঝে নেই। কিন্তু আজকে যারা চূড়ান্ত নমিনেশন বলে প্রচার করছেন তাদের বলে দিতে চাই যে সময় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই সময় বলা হয়েছে এটা চূড়ান্ত কোন তালিকা নয়। সুতরাং এই সভা থেকে নারায়ণগঞ্জ মহানগরীর সকল স্তরের নেতৃবৃন্দকে এবং সকল পর্যায়ের নেতৃত্বকে বলে দিতে চাই, আমরা দলের পক্ষে আছি, ধানের শীষের পক্ষে আছি। আমরা আমাদের বুকের রক্ত দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করবো।

শুক্রবার ৭ নভেম্বর বিকেলে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশে হোসিয়ারী অ্যাসোসিয়েশনের কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে চাষাড়া হয়ে বিবি রোড দিয়ে শহরের ২নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

র‌্যালিতে মহানগর মহিলাদলের নেতৃবৃন্দরা র‌্যালির সম্মুখ ভাবে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের লেখার অক্ষর নিয়ে মিছিলের শোভা বৃদ্ধি করেন। সামনে থেকে নেতৃত্বদেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়া হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ,এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সাইফুল ইসলাম আপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Islam's Group