জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিম, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাবেক এমপি আবুল কালাম মনোনয়ন থেকে হোঁচট খেলেন।
দীর্ঘ বছর রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন জেলা বিএনপি সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সহ-সভাপতি আঙ্গুর। অন্যদিকে সক্রিয় হওয়ার চেষ্টাও ব্যর্থ হলেন জেলা বিএনপি সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ও মহানগর বিএনপি সাবেক সভাপতি আবুল কালাম। অপরদিকে নব্য যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদ পেয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন। কেন্দ্রীয় বিএনপি দুই সম্পাদকে লড়াইয়ে মধ্যে ছিটকে পড়লেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর। তার আসনে ২০১৮ সালের মনোনয়ন পাওয়া নজরুল ইসলাম আজাদও আবারো মনোনীত হলেন।
জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন নিশ্চিত ছিলেন সাবেক এমপি আবুল কালামের। কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদও আবুল কালামের পক্ষে ছিলেন বলে সমর্থকরা জানিয়েছেন। সেখানে দেড় মাসের যোগদানকারী বিএনপি মনোনীত হলেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় ছিলেন সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। তার স্থলে মাঠ চষে বেড়িয়ে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে সাবেক এমপি ও ৩ আসনে মনোনয়নপ্রত্যাশি মুহাম্মদ গিয়াসউদ্দিন। তাদেরকে টপকিয়ে আবারো ২০১৮ সালের মত মনোনীত হলেন আজহারুল ইসলাম মান্নান।








































আপনার মতামত লিখুন :