News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

যুবলীগ নেতা খান মাসুদের পিতার মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৯:৪৩ পিএম যুবলীগ নেতা খান মাসুদের পিতার মৃত্যু

বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের পিতা সমাজ সেবক সামছুদ্দিন খান (৮০) আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ৭ নভেম্বর  দুপুর ১টা ১০ মিনিটে বন্দর খানবাড়িস্থ তার নিজ বাসভবনে র্বাধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা বাদ এশা বন্দর খানবাড়ি মোড়ে অনুষ্ঠিত হওয়ার পর বন্দর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন সম্পর্ন করা হবে বলে মরহুমের পরিবার গণমাধ্যকে এ কথা জানিয়েছে।

প্রসঙ্গত, খান মাসুদ ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন খান মাসুদের বাড়ি ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। ওই দিনই বন্দর ছেড়ে পালিয়ে যায় খান মাসুদ। বর্তমানে সে দুবাইতে অবস্থান করছেন। দুবাইতে থাকা অবস্থায় তার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Islam's Group