নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সংরক্ষিত সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনার নেতৃত্বে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের জমজমাট গণপ্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এদিন পোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ছিলো জমজমাট নানা আয়োজন। সেই সাথে নেতাকর্মীদের দ্বারাও পরিপূর্ণ ছিলো সমাবেশস্থল।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরাতমের ৩১ দফা বাস্তবায়নে সম্প্রীতি সমাবেশ ও ধানের শীষের পক্ষে গণপ্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় বালুর মাঠে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনিত নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সেই সাথে সিদ্ধিরগঞ্জ এলাকায় আজহারুল ইসলাম মান্নানের জন্য ছিলো উন্মুক্ত মাঠে প্রথম আয়োজন। আর এই প্রথম আয়োজনই জমজমাট হয়ে উঠে আয়েশা আক্তার দিনার ঐকান্তিক প্রচেষ্টায়।
আয়েশা আক্তার দিনা বলেন, আমি বারবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে জনগণের সকল সমস্যায় সমাধানে কাজ করেছি। আজহারুল ইসলাম মান্নান ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করলে আরও বেশি কাজ করবো। আরও বেশি শ্রম দিবো। মান্নান ভাই একজন সৎ ন্যায়পরায়ন মানুষ। আমরা ভালো মানুুষের পিছনে রাজনীতি করছি। সিদ্ধিরগঞ্জের মানুষ চাঁদাবাজি ছিনতাই খুন থেকে হেফাজতে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে কান্না জরিত কণ্ঠে আজহারুল ইসলাম মান্নান বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সকলেই ওয়াদা করেছিলাম, দল যাকে মনোনয়ন দিবে সবাই তার পক্ষে মাঠে নেমে একসঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। কিন্তু মনোনয়ন ঘোষণার পর তারা সেই ওয়াদা ভঙ করেছে। এখন আমি তাদের দেখাও পাচ্ছিনা। তবে দল যদি আমাকে না দিয়ে তাদের মনোনয়ন দিত তাহলে আমি আমার ওয়াদা রেখে তাদের জন্য মাঠে ঝাপিয়ে পড়তাম। আমার বিরুদ্ধে তারা যেভাবে অপপ্রচার চালাচ্ছে আমি কখনো তা করতাম না।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুল্লাহ মাহমুদ ফয়সাল, জাসাস নেতা আক্তারুজ্জামান লিটন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ম মোহাম্মদ জসিম উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমুখ।








































আপনার মতামত লিখুন :