News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মনোনয়ন নিশ্চিত, জয় সহজ না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১০:২৪ পিএম মনোনয়ন নিশ্চিত, জয় সহজ না

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিএনপির দলীয় এমপি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩ অক্টোবর সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ওই তালিকা প্রকাশ করেন। এতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদ। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

তবে স্থানীয়রা বলছেন মনোনয়ন পেলেও জয় নিশ্চিত বা সহজ হবে না। সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জ-১ তথা রূপগঞ্জ আসনে আপাতত দিপুর প্রতিদ্বন্দ্বি বা প্রতিপক্ষ নাই। এখানে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ পেয়েছিলেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন না। ফলে সেখানে দিপুর সামনে বাধা কম। নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ মনোনয়ন পেলেও বাধা হয়ে দাঁড়াতে পারেন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। তিনি স্বতন্ত্র প্রার্থী হলে আজাদকে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে। নারায়ণগঞ্জ-৩ তথা সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও আসনে আজহারুল ইসলাম মান্নান মনোনয়ন পেলেও এখানে শক্ত প্রতিপক্ষ সাবেক এমপি গিয়াসউদ্দিন ও রেজাউল করিম। তাদের মধ্যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে মান্নানকে কঠিন বেগ পোহাতে হবে। নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে মাসুদুজ্জামান মনোনয়ন পেলেও এখানে বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন বড় প্রতিদ্বন্দ্বি হতে পারেন।

Islam's Group