News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

বিএনপির প্রচারণায় নেতাদের ভাই মেয়ে ছেলে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১০:৪২ পিএম বিএনপির প্রচারণায় নেতাদের ভাই মেয়ে ছেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন (শহর-বন্দর) আসনে ইতোমধ্যে মাসুদুজ্জামানের নাম ঘোষণা করা হয়েছে বিএনপি হতে। তবে এখনো হাল ছাড়েনি অপর দুই মনোনয়ন প্রত্যাশী। ধানের শীষের মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকার পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন ছেলে মেয়ে ভাই বন্ধুরা।

জানা যায়, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ছয়বার মনোনীত ও তিনবারের এমপি অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে তার ছেলে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও মেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সামসুন নূর বাধঁন নিয়মিত প্রচারণা করছেন।

বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবুল জাফর আহম্মেদ বাবুল পক্ষে তার ভাই জহির হোসেন সোহেল ও রুবেল ধানের শীষে ভোট চেয়েছেন। মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নব্য বিএনপি যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তার ভাই শামীম আহম্মেদ সোহেল ইতোমধ্যে পরিবারের কর্তাকে সংসদ সদস্য নির্বাচিত করতে ধানের শীষে ভোট চেয়েছেন।

তাদের ছাড়া রাজনীতি বন্ধুদের নিয়ে মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার নিয়মিত প্রচারণা করে যাচ্ছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, সদর থানা, বন্দর থানা ও বন্দর উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করছেন আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মহানগর বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুলের পক্ষে শহর বন্দরে মশক নিধক, ড্রেনেজ পরিস্কার, ৩০০ শয্যা হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু রোগীদের জন্য কিট প্রদান, তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণে প্রতিনিয়ত দৌড়ঝাঁপে সময় কাটাচ্ছেন প্রার্থীর ছোট ভাই সোহেল ও রুবেল। তারা বলেছেন, জনগণ হচ্ছে ভোটের ক্ষমতার অধিকারী। রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু তারেক রহমানের দাবী নয়, এটা জনগণের দাবী। আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে তা আমরা আপনাদের দারপ্রান্তে পৌছে দিচ্ছি। আপনারা সর্বদা সচেতন থাকবেন এবং আপনাদের ৩১ দফা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট হবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সফল করতে হবে। চারদিকে ফ্যাসিস্ট দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। যেকোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন করতে হবে। তারেক রহমানকে জনগণের প্রধানমন্ত্রী করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শহর ও বন্দরের সব এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনে ওষুধ বিতরণ করা হয়েছে। পাড়া মহল্লা, সড়ক মেরামত করা হয়েছে। বাড়ী বাড়ি গিয়ে বিএনপি জয়ের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।

অন্যদিকে বড় ভাই শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে আগামী ত্রয়োদশ সংসদের এমপি হতে বিদেশ থেকে এসেছেন ছোট ভাই শামীম। গত কয়েক মাস যাবৎ তার অধিনে শহর-বন্দরে মাসুদের প্রচার প্রচারণা ও গণসংযোগ পরিচালিত হচ্ছে। মসজিদ মাদ্রাসা, এতিম খানা, মন্দির-আশ্রম সহ বিভিন্ন সাহায্য সহযোগিতায় শামীম এগিয়ে রয়েছেন। একই সাথে মহানগর বিএনপি পদধারী ও পদবিহীন নেতাদের নিয়ে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী আভাস পর্যবেক্ষণে প্রশংসিত রয়েছেন শামীম।

Islam's Group