দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী আকাশকে আটক করেছে র্যাব। সোমবার ৩ নভেম্বর সন্ধ্যায় পানির ট্যাংকি এলাকায় গোপন অভিযান চালিয়ে এই ছিনতাইকারীকে আটক করা হয়। আকাশের গ্রামের বাড়ি বরিশালে এবং তার বাবার নাম আব্দুল খালেক মিয়া। আটকের পর আকাশকে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে র্যাব কার্যালয়ে আনা হয়। এরপর ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, আমরা এই অপরাধীকে একটি ওয়ারেন্টের অভিযোগে ধরে এনেছি। তার সহযোগীদের খোঁজ খবর নিচ্ছি আমরা। শহরের দেওভোগ এলাকায় এদের বড় চক্র গড়ে উঠেছে। আমরা সবাইকে আইনের আওতায় আনবো।
খোঁজ নিয়ে জানা যায়, আকাশ দেওভোগ এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ব্যবসা, নিরীহ মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় এবং গার্মেন্টস, হোসিয়ারীতে কর্মরত নারীদের টার্গেট করে তাদের মিথ্যা অপবাদ দিয়ে অর্থ আদায় করতো। যাকে স্থানীয়দের ভাষায় ফিটিং বলা হয়। দেওভোগের মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করার জন্য তাদের বড় চক্র রয়েছে। এরমধ্যে মাদকের বড় ডিলার জলিল, আওলাদের স্ত্রী রেহানা বেগম, ইলিয়াসের ছেলে হৃদয়, মৃত লোকমান মিয়ার ছেলে শাহদাৎসহ আরো বেশ কয়েকজন রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশের একটি সূত্র। তাদের সবাইকে ধীরে ধীরে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।








































আপনার মতামত লিখুন :