News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

খানপুরে আল আমিনকে কুপিয়ে জখম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৯:৪৭ পিএম খানপুরে আল আমিনকে কুপিয়ে জখম

শহরের খানপুর মেট্রোহল এলাকায় আল আমিন নামে এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর এবং ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে। ১ নভেম্বর সকালে ওই ঘটনা ঘটে।

আল আমিনের বাবা মোহাম্মদ আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন কালা, শাহিন, শরিফ, শওকত ও বক্সি। তারা খানপুর এলাকার বাসিন্দা।

থানায় দায়ের করা অভিযোগপত্রে আক্তার হোসেন দাবি করেন, আমার ছেলে আল আমিন খানপুর মেট্রোহল এলাকায় প্রায় সময় আড্ডা দিতে যেতো। তখন বিবাদীরা ছেলেকে মেরে ফেলার হুমকি দিতেন। এর প্রতিবাদ করলে তারা আমার ছেলেকে বাড়ি থেকে তুলে এনে জবাই করার হুমকিও দিয়েছে। ১ নভেম্বর দুপুর সাড়ে ১১ টায় আমার ছেলেকে ১ নং বিবাদীর হুকুমে ২ নং বিবাদী ফোন করে মেট্রোহল এলাকায় নিয়ে আসে। আল আমিন মেট্রোহল বাস স্ট্যান্ডের সামনে আসার সাথে সাথে বিবাদীরা আরো ৪-৫ জন সাথে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে আমার ছেলেকে মারধর শুরু করে এবং তাকে জখম করে। একপর্যায়ে ২ নং বিবাদী ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ছুরি দিয়ে  মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমার ছেলে এ সময় মাটিতে লুটিয়ে পড়লে ১ নং বিবাদীর হুকুমে তাকে জবাই করতে গলায় ছুরি ধরলে ছেলে বন্ধু রানা এগিয়ে এসে বাধা দেন। তখন বিবাদীরা তাকেও মারধর করে। এরপর আমার ছেলে ও তার বন্ধুর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের খানপুর হাসপাতালে নিয়ে যান। আমার ছেলে শরীরে ১৮-২০ টি শেলাইয়ের প্রয়োজন হয়। বিবাদগণ অনেক খারাপ। তারা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলবে বলে আশঙ্কা করছি।

Islam's Group