News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সালাহউদ্দিন বক্তব্য দিলেন খালি মাঠে, ক্ষুব্ধ বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১০:৩৫ পিএম সালাহউদ্দিন বক্তব্য দিলেন খালি মাঠে, ক্ষুব্ধ বিএনপি

বিকেল ৪.২০ মিনিটে ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সূর্য ততক্ষনে মেঘে ঢেকে গেছে। রোদের ছিটেফোঁটা ছিলো না নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বক্তব্য শুরু হবার সাথে সাথেই সকলের আকর্ষণ ছিলো সালাহউদ্দিন আহমেদের দিকে। কিন্তু সালাহউদ্দিন আহমেদ তখন কি দেখছিলেন? দর্শকসাড়িতে যে মানুষের চাইতে ফাঁকা চেয়ারের সংখ্যাই বেশী। বিএনপির এই শীর্ষ নেতার সাক্ষাৎ পাওয়া যেখানে বিএনপি নেতাকর্মীদের কাছে সৌভাগ্যের বিষয়। সেখানে তাকে দাওয়াত করে এনে ফাঁকা মাঠ উপহার দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের দুই নেতা মনির কাশেমী ও ফেরদাউস যা রীতিমত বিএনপির শীর্ষ নেতাকে অপমান করার শামিল।

গত শনিবার বিকেলে ফাঁকা মাঠে বক্তব্য দেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাসেমী পরিষদ, হেফাজত, জমিয়ত সহ নানান আঙ্গিকে এক শ্রেনীর আলেম ওলামারা একত্রিত হয়ে জামায়াতের বিষেদাগার করেছেন দুপুর থেকে বিকেল পর্যন্ত। কিন্তু মাঠে আগত দর্শক শ্রোতারা কোন এক কারনে বিরক্ত হয়ে সভাস্থল ত্যাগ করেন আগেই। বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এলেও দর্শকসাড়িতে তাদের দেখা যায়নি। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিতি ছিলো খুবই সামান্য। পুরো সমাবেশ ছিলো বিএনপি নির্ভর।

সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দেয়ার পুরোটা সময়েই মাঠের সিংহভাগ চেয়ার খালি পড়ে ছিলো। মঞ্চ থেকে দর্শকসারিতে তাকালেই দেখা যাচ্ছিলো কেবল চেয়ার আর চেয়ার। এমন খালি মাঠেই বক্তব্য দিতে হয়েছে দীর্ঘদিন গুমের শিকার হয়ে ভারতে থাকা সালাহউদ্দিন আহমেদকে। ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে প্রথম পদার্পন ও প্রথম কর্মসূচী হয়েছে সুপার ফ্লপ। এর নেপথ্যে মনির কাসেমী ও ফেরদাউসকে দুষছেন বিএনপির নেতাকর্মীরা।

ফতুল্লা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, ‘মনির কাসেমী ও ফেরদাউস জামায়াত বিরোধীতার আড়ালে নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে এই সম্মেলনের আয়োজন করেন। যেখানে জামায়াতের বিরোধীতা করে জামায়াত বিরোধী আলেমদের একত্রিত করবেন। সেই সাথে জামায়াতের বিরুদ্ধে কথা বলে জয় করে নিবেন বিএনপি নেতাদের মন। কিন্তু তা করতে গিয়ে সালাহউদ্দিন আহমেদকে উপহার দিয়েছেন খালি মাঠ। যা বিএনপির শীর্ষ নেতার প্রতি অসম্মানজনক ও অপমান করার শামিল।’

এদিকে মনির কাসেমী ও ফেরদাউসের এমন আয়োজন সুপার ফ্লপ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জমিয়ত বিরোধী বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, নারায়ণগঞ্জ ৪ আসনে আমরা ধানের শীষ এবং বিএনপির প্রার্থী চাই। খেজুর গাছ বা ভিন্ন দলের প্রার্থী আমরা চাই না। এখানে অনেক যোগ্য প্রার্থী আছে। শাহ আলম, মোহাম্মদ আলী, মাশুকুল ইসলাম রাজীব, মশিউর রনি যাকেই দেয়া হোক আমরা মেনে নিব। কিন্তু ভিন্ন দল থেকে কাউকে আমরা মেনে নিব না। মনির কাসেমী ও ফেরদাউস চেয়েছিলো আমাদের লোকজন ব্যবহার করে তার জনপ্রিয়তা দেখাতে। কিন্তু সেখানে চরমভাবে ব্যার্থ হয়েছে। এতেই প্রমানিত হয় যে টাকা খরচ করে জনপ্রিয় হওয়া যায় না। জনপ্রিয় হতে হয় নিজ যোগ্যতায়।

মহানগর বিএনপির এক যুগ্ম আহবায়ক বলেন, মনির কাশেমী ও ফেরদাউস আমাদের নেতাকে রীতিমত অপমান করেছেন। তাদের নিজেদের কোন লোকবল নেই। বিএনপির নেতাকর্মীদের মাথায় কাঠাল ভেঙ্গে তারা খেতে চায়। ফেরদাউসের মত শামীম ওসমানের দোসর এখন বিএনপির শীর্ষ নেতার পাশে দাঁড়ায়। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি কেন্দ্রীয় নেতারা বিষয়টি দেখবেন এবং এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিবেন।’

Islam's Group