"গ্রামে শান্তি, সুশাসন প্রতিষ্ঠায়, আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি" এই শ্লোগানকে সামনে রেখে ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে গ্রাম আদালতের সদর উপজেলার সমন্বয়কারি ফরিদা ইয়াসমিন'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক বক্তব্য রাখেন কমর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাঈদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য ফেরদৌস আরা অনা ও কমর আলী স্কুলের সহকারি শিক্ষক পারভীন আক্তার জোতি প্রমুখ।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।








































আপনার মতামত লিখুন :