আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এরই মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ঘোষণা দেওয়া হয়নি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি প্রার্থীর নাম। পরবর্তীতে এই আসনে বিএনপির প্রার্থী দেওয়া হবে কিনা তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে। গুঞ্জন উঠেছে এই আসনটি জোট করার স্বার্থে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। এর আগেও ২০১৮ সালে এই আসনটি বিএনপি ছেড়ে দিয়ে তাকে স্থান করে দিয়েছিল। তাই এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত এই আসনে কি হয় তা সময়ই বলে দিবে।
এদিকে, এই আসনটি বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। যারা এখনো বিএনপির মনোনয়নের জন্য মুখিয়ে রয়েছেন। বিগত দিনে এই আসনে বিএনপির জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, শহীদুল ইসলাম টিটু। বিএনপি এই আসনটি ছেড়ে দিলে দলীয় সিদ্ধান্ত তারা মেনে নিবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনকে ঘিরে দীর্ঘ অনুপস্থিতির পর আলোচনায় এসেছিল শাহআলম। সংসদীয় আসন পুনর্বিন্যাস যেন তার রাজনৈতিক জীবনে নতুন দরজা খুলে দিয়েছিল। সিদ্ধিরগঞ্জকে এই আসন থেকে সরিয়ে নেওয়া হয় নারায়ণগঞ্জ-৩ আসনে। এতে করে শাহ আলমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরিচিত মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মামুন মাহমুদ আর থাকছেন না এই আসনের খেলায়। ফলে স্থানীয় রাজনীতিতে শাহ আলমের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। এছাড়া আলোচনায় রয়েছে গিয়াস উদ্দিন এবং অধ্যাপক মামুন মাহমুদও।
তবে শেষ পর্যন্ত এই আসনে বিএনপি থেকে প্রার্থী দিবে কিনা এবং দিলেও কাকে মনোনয়ন দিবে তা নিয়েই চলছে এখন জল্পনা-কল্পনা। তবে আজ নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থী ঘোষণা দেওয়া হলেও শুধুমাত্র এই আসনটিতে প্রার্থী ঘোষণা না দেওয়ায় হতাশ বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে, অজ্ঞাত কারণে এই আসনে বিএনপির নেতাকর্মীদের বারবার হতাশ হতে হয়। এর ফলে এই আসনের ভোটাররা সবসময় অবহেলিত থাকে। তবে যতোই এই আসনে প্রার্থী ঘোষণায় বিলম্ব করা হবে ততোই রহস্য বাড়বেই।








































আপনার মতামত লিখুন :