একের পর এক চমক দিতে শুরু করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহআলম। এবার তিনি চমক দেখিয়েছেন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী বেষ্টিত বক্তাবলীতে।
শুক্রবার বিকেলে তিনি বক্তাবলীতে গণসংযোগে নামলে হাজার হাজার মানুষের ঢল নামে। তারা সকলেই শাহআলমকে যে কোন মূল্যে এমপি হিসেবে দেখতে চান স্লোগান তুলেন।
শাহআলম নেতাকর্মীদের এ ঢলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি ধানের শীষ হাতে প্রচারণা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিতা ৩১ দফার লিফলেট বিতরণ করে আগামীতে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করেন।
সাধারণ জনগণও প্রচারণার সময়ে শাহআলম দেখতে ছুটে আসেন। বিভিন্ন বয়সী নারী পুরুষ ভীড় করেন। বেলা গড়ার সাথে সাথে গণসংযোগের বহরও বড় হয়।








































আপনার মতামত লিখুন :