আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করার জন্য বন্দরবাসীকে আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের মহানগর সভাপতি ও বন্দর উন্নয়ন ফোরামের সভাপতি হাফেজ কবির হোসেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে বন্দর ২০ নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাফেজ কবির হোসেন বলেন, বন্দরবাসীর সকল সমস্যা ও সংকটের মূল কারণ হলো বছরের পর বছর ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচিত দুর্নীতিবাজ সংসদ সদস্যরা (এমপি)। বন্দর একটি ঐতিহ্যবাহী এলাকা। কিন্তু দুঃখের বিষয়, এখানকার মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, নদী দখল, আর ভূমিদস্যুদের অত্যাচারে জনজীবন দুর্বিষহ। এর প্রধান কারণ হলো বিগত দিন যারা এমপি ছিলেন, তারা জনগণের সেবক না হয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থেকেছেন।
হাফেজ কবির বলেন, আপনারা জানেন ২০০৯ সালে উপজেলা নির্বাচনে তালা মার্কায় আমি বিপুল ভোটে বিজয়ী হলেও উসমান পরিবারের তৎকালীন এমপি নাসিম উসমানের ইশারায় মধ্যরাতে ফলাফল পরিবর্তন করে দিয়েছিল। আপনার-আমার ভোটের অধিকার, আমাদের সকল অধিকার বিগতদিনে তারা কুক্ষিগত করে রেখেছিল। সেইদিন শেষ হয়ে গেছে। এদেশের তরুণরা নতুন করে কাউকে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে দিবে না।
তিনি আরও বলেন, দুর্নীতি, লুটপাট এবং অন্যায়-অবিচার এই এলাকার উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই এই সমস্যার মূল উৎপাটন করতে হলে রাজনীতির ময়দানে নৈতিক পরিবর্তন আনা অপরিহার্য। এই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য এবিএম সিরাজুল মামুনের মতো একজন আল্লাহওয়ালা এবং সৎ জনপ্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। তিনি নারায়ণগঞ্জের সকল আলেম-উলামা, দ্বীনদার এবং শিক্ষিত ও সচেতন মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত। আর এবার সব ইসলামী দল এক হয়েছে। একবাক্সে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সর্বত্র পরিবর্তনের আওয়াজ উঠেছে। এবার যেন আমরা বন্দরবাসী ভুল না করি।
তিনি বন্দরের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেখেছেন দুর্নীতিবাজ এমপিদের কর্মকাণ্ড। এবার সময় এসেছে পরিবর্তন আনার। যদি আপনারা আল্লাহকে ভয় করে চলা একজন মানুষকে নির্বাচিত করেন, তবে ইনশাআল্লাহ এই দুর্নীতি দূর হবে এবং সেবার মাধ্যমে শান্তি ফিরে আসবে।
তিনি বন্দর সহ নারায়ণগঞ্জ-৫ আসনের আপামর জনগণের প্রতি আহ্বান জানান, যদি সত্যিকার অর্থে বন্দরের মানুষের ভাগ্যের পরিবর্তন চান এবং সব সমস্যা ও সংকট দূর করতে চান, তবে আপনারা আসন্ন নির্বাচনে এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করুন। তার বিজয় হবে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ইনসাফের বিজয়।"
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন- খোলফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, বন্দর থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, শাহিনুজ্জামান, ২০ নং ওয়ার্ড সভাপতি মুফতী আবু হানিফ, ইসলামী ছাত্র মজলিসের আরিফ হুসাইন ও ডাঃ ওলিউর রহমান প্রমুখ।








































আপনার মতামত লিখুন :