বন্দরে চোর আখ্যা দিয়ে পারভেজ (৩০) নামে যুবককে রাতভর অমানবিক নির্যাতন পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সভাপতি এম এ রশীদের সন্ত্রাসী ভাই মেজবাউদ্দিনসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় বন্দর থানার সোনাচড়াস্থ মেসবাহউদ্দিন ওরফে মেসের মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জ থানার বার্মাশীল এসও এলাকার মৃত তারা মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরীস্থ বুলবুল মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন শেষে ঘাতক মেসবাহউদ্দিনের বারান্দা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী তথ্যসূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টায় রশীদের ভাই মেসবাহউদ্দিন ওরফে মেসের ও তার অনুসারীদের সাথে নিয়ে পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে তুলে নিয়ে তার বাড়িতে আনে। পরে সেখানে রাতভর উল্লেখিত যুবককে অমানবিক ভাবে পিটিয়ে হত্যা নিশ্চিত করে লাশ মেসবাহউদ্দিনের বাড়ি বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি লিয়াকত আলী হত্যাকান্ডের ঘটনার বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








































আপনার মতামত লিখুন :