আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬। সেই লক্ষ্যে নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে দুইজন করে প্রার্থী হয়েছেন। অন্যদিকে পরিচালক পদে ৮ পদের বিপরীতে ১০ জন প্রার্থী হয়েছে।
রোববার ২৩ নভেম্বর প্রার্থীদের জমা দেওয়া মনোনয়ন বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন নারায়ণগঞ্জ ক্লাবের বর্তমান সভাপতি এম. সোলায়মান ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু।
সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও মো. মাহাবুবুর রহমান মারুফ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান ও সৈয়দউল্লাহ হৃদয়।
৮ পরিচালক পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন, অজিত কুমার সাহা, মো. আরিফ হোসেন, দিলারা মাসুদ ময়না, হারুণ অর রশিদ, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা (দিপক), মো. জাহিদ হাসান, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ ও উজ্জল হোসেন।
উল্লেখ্য ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার পতন হলে পালিয়ে যান নারায়ণগঞ্জ ক্লাবের তৎকালীন সভাপতি। এর ২৯ আগস্ট নারায়ণগঞ্জ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব নেন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি শিল্পপতি এম সোলায়মন। সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদ হোসেন, সহ-সভাপতি পদে কাসেম জামাল।
ওই কমিটিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে বলা হয়।
নির্দেশনা অনুযায়ী ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছিলেন এম সোলায়মান।








































আপনার মতামত লিখুন :