News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর পরিবেশ করেছিল : জোনায়েদ সাকি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৮:৪৬ পিএম শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর পরিবেশ করেছিল : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গত সরকার মানুষকে বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গুম করেছে। নারায়ণগঞ্জকে হত্যার নগরীতে পরিণত করেছিলো। শীতলক্ষ্যায় লাশ ডুবিয়ে রেখে ভয়ংকর পরিবেশ তৈরী করেছিলো শামীম ওসমান বাহিনী। তারা ত্বকীকে নির্মমভাবে হত্যা করেছে, ৭ খুনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা ছিলো। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পুরো রাষ্ট্রব্যবস্থা ও আইন সংস্কার করতে হবে। হাসিনার পাশাপাশি ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা বদলাতে হবে। 

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন শহরে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাথাল মিছিল বের হয়। শহরের মেট্রোহল মোড় থেকে মাথাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিতাইগঞ্জ গিয়ে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির সদস্য ফারহানা মানিক মুনা প্রমুখ।

Islam's Group