নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাথে জাপান সরকারের খুবই ভালো সম্পর্ক। জাপানের অন্তর্জাতিক সংস্থা (জাইকা) নারায়ণগঞ্জ শহরের অনেক বড় বড় প্রকল্পে অর্থ দিয়ে সহযোগীতা করেছে। শুধু টাকা দিয়েই থেমে থাকেনি দেশটি। ২০২৩ সালে নারাণগঞ্জ শহর ও জাপানের নারুতো সিটির মধ্যে একটি ফ্রেন্ডশীপ চুক্তি হয়। এতে নিজেদের মধ্যে সংষ্কৃতি, শিক্ষা, অর্থনীতি ও মানবসম্পদ বিনিময়ের কথা বলা হয়।
জানা গেছে, সেই চুক্তির পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নগরীর পাইকপাড়া এলাকায় তাদের নিজস্ব বহুতল ভবনে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র চালু করে। গত বছর এই প্রতিষ্ঠান থেকে ১৭ জন তরুণ তরুণী জাপানে পাড়ি জমান। সেখানকার জীবন যাপন, সংষ্কৃতি ও প্রাণ প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়ে তারা বর্তমানে সেই দেশে উন্নত জীবনের স্বাদ নিচ্ছেন।
মোহাম্মদ আরাফাত হোসেন তাদেরই একজন। ২২ বছর বয়সী এই যুবক শহরের নলুয়াপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন।
জাপান থেকে আরাফাত বলেন, ২ বছর আগে আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভাষা শিক্ষা কেন্দ্রে গিয়ে ট্রেনিং নেই। এরপার সেখানে থেকেই এই পর্যন্ত আসা। এই দেশে আসার মূল শর্ত হলো আপনাকে ভাষাটা মোটামুটি শিখতেই হবে। এটা করতে পারলে আপনি খুব কম খরচে জাপান আসতে পারবেন। দেশের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় অনেক দৌড়ঝাঁপ করে ভাষা শিখেও জাপান আসতে পারেনা। তবে আমাদের সিটি করপোরেশনের সাথে জাপান সরকারের চুক্তি থাকায় আমাদের জন্য এটা কিছুটা সহজই বলতে পারেন। নারায়ণগঞ্জের তরুণ তরুণীরা যারা স্নাতক বা এসএসসি পাশ তারা এই সুযোগটা নিতে পারে।
সম্প্রতি নাসিকের পরিকল্পনাবিদ মঈনুল হোসেন বলেন, নারায়ণগঞ্জে আরো কয়েকটি ভাষা শিক্ষাকেন্দ্র আছে। তবে তারা শুধু ভাষাটাই শেখায়। ভাষা শেখার পর জাপান যাওয়ার যেই ধাপগুলো পার করতে হয় সেগুলো তারা করে দিতে পারেনা। কিন্তু আমরা এখানে ভাষা শেখানো থেকে শুরু করে জাপান যাওয়ার পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ব্যবস্থা করে দেই। অর্থাৎ যারা এখান থেকে ভাষা শিখবে তারা আমাদের নিজ দায়িত্বে জাপান যাবে। এখানে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকায় জাপান যাওয়া সম্ভব যদি ভাষাটা কেউ শিখতে পারে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমাদের ট্রেনিং সেন্টার থেকে ১৭ জন জাপান গেছে। এখন আরো ৩০ জন শিক্ষার্থী ভাষা শিখছেন। আশাকরি তারাও যাবেন। নারায়ণগঞ্জের বাকি ছেলে মেয়দেরও এই সুযোগটা নেয়া উচিত। শুধু ভাষা শিখে এতো অল্প খরচে জাপানে যেতে পারা সবার জন্য সহজ নয়। আমাদের সাথে তাদের (জাপান) একটি চুক্তি থাকায় এটা সম্ভব হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা আরো বড় পরিসরে করার।








































আপনার মতামত লিখুন :