News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

বন্দরে বিএনপির সমাবেশে জনতার ঢল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৮:৩১ পিএম বন্দরে বিএনপির সমাবেশে জনতার ঢল

নারায়ণগঞ্জের বন্দরে আবারো চমক দেখিয়েছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে জনতার ঢল নামে।

শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকাতে ওই সমাবেশের আয়োজন করা হয়। সেখানে হাজার হাজার মানুুষের সরব উপস্থিতি ছিল।

সমাবেশ মঞ্চে ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক এমপি আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, জেলা মহিলা দলের আহবায়ক রহিমা শরীফ মায়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা সহ নেতাকর্মীরা।

দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দিতে থাকে। বিকেল ৪টায় সমাবেশ শুরুর আগেই পুরো স্থল লোকে লোকারণ্য হয়ে উঠে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মোমবাতি জ্বেলে বিক্ষোভ দেখায়। তারা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির এমপি নির্বাচিত করতে হলে ত্যাগী একজনকে মনোনয়ন দিতে হবে। হঠাৎ করে জেগে উঠা কোন শিল্পপতিকে প্রতীক তুলে দিলে আসনটি হাতছাড়া করতে হবে। তৃণমূল বিএনপির কেউ এ প্রার্থীকে মেনে নিতে পারছে না। অচিরেই বিএনপি এ বিষয়ে জাগ্রত না হলে আগামীতে মশাল মিছিল করা হবে।

Islam's Group