News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সন্ত্রাসী ফরহাদের বিরুদ্ধে এসপি কাছে অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১০:০১ পিএম সন্ত্রাসী ফরহাদের বিরুদ্ধে এসপি কাছে অভিযোগ

শহরের দেওভোগ তাঁতীপাড়া এলাকার সন্ত্রাসী ফরহাদ(৩৬) ও তার ভাইদের অত্যাচার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার ২২ নভেম্বর দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগটি জমা দেওয়া হয়েছে।

সন্ত্রাসী ফরহাদ দেওভোগ তাঁতীপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেন এর ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে।

তার অন্য ভাইয়েরা হলো রায়হান (৩০), রানা (২৫)। অভিযোগে তারা তিন ভাই সহ তাঁতীপাড়া এলাকার বাঁধন (৩০) নামের আরো এক যুবক সহ ১০/১২ জন অজ্ঞাত নামা আসামি অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, উল্লিখিত বিবাদীগণ এলাকায় কুখ্যাত সন্ত্রাসী, হত্যা মামলার আসামি, চাঁদাবাজ ছিনতাইকারী এবং মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করিয়া বেড়ায়। বিবাদীরা দীর্ঘ দিন যাবৎ আমাদের নিকট হইতে অযৌক্তিক ভাবে চাঁদা দাবি করে আসছেএই নিয়া ইতিপূর্বে বিবাদীরা আমাদের বাড়িতে এসে ভাড়াটিয়াদের এলোপাথারী ভাবে মারধর করে গুরুতর জখম করে চাঁদা দাবি করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান করে।

এছাড়াও মাহাবুব নামের এক গ্যারেজ মালিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হুমকি দেয়।

এলাকাবাসী জানান, গত এক বছর ধরে ফরহাদ ও তার ভাইদের হাতে দেওভোগ তাঁতীপাড়া ও নাগ বাড়ি এলাকায় শতাধিক ব্যক্তিকে চাঁদার দাবিতে মারধর করে গুরুতর আহত করেছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। তাদের চাঁদা না দিলেই হামলার ও মারধরে শিকার হতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরহাদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদক ডাকাতি সহ বেশ কয়েকটির মামলার আসামি ফরহাদ ওরফে আহাদ।

২০১৯ সালের ২৩ আগস্ট দেওভোগ তাঁতিবাড়ি এলাকায় সোলেমান হোসেন অপু (৩০) নামের ইলেকট্রিক মিস্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে ফরহাদ ওরফে আহাদ ও তার ভাই রায়হানের হাতে খুন হয়। এ ঘটনায় ২৪ আগস্ট রাতে নিহত অপুর বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় রায়হানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার হয়েছিলো সন্ত্রাসী ফরহাদ ওরফে আহাদ।

২০২১ সালের ৪ ফেব্রুয়ারি দেওভোগের নাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ ওরফে আহাদকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, নাইলনের দড়ি, ড্রিল মেশিন ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছিল তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

সম্প্রতি এলাকায় আবারো বেপোরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী ফরহাদ ওরফে আহাদ ও তার সন্ত্রাসী ভাইয়েরা। এলাকাবাসীর দাবি তাদেরকে দ্রুত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

Islam's Group