News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

জালাল হাজী পরিবারে ফাটল প্রকাশ্যে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১০:০৫ পিএম জালাল হাজী পরিবারে ফাটল প্রকাশ্যে

নারায়ণগঞ্জ বিএনপির ঐতিহ্যবাহী জালাল হাজী পরিবার কয়েক দশক ধরে বিএনপির রাজনীতি চালিয়ে আসছে। তবে ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে পরিবারের পুরোনো আধিপত্য। ২০১৮ সালে সাবেক এমপি আবুল কালামকে মনোনয়ন দেয়ার পরেও জোটের কাছে হস্তান্তর করা হয় দলীয় মনোনয়ন। ২০২৫ সালে এসে মনোনয়ন না পেয়ে কিছুটা ভঙ্গুর অবস্থা বিরাজ করছে এই পরিবারের অনুসারীদের। বিভক্ত হয়ে একদল ছুটে গেছে মাসুদুজ্জামানের কাছে। আরেক দল আঁকড়ে ধরে আছে পুরোনো নেতৃত্ব। তবে অবাক করেছে সবাইকে, আবুল কালামের চাচাতো ভাই আতাউর রহমান মুকুলের ভাইয়ের সাথে চলে না আসায়।

দীর্ঘদিন ধরেই আতাউর রহমান মুকুলের সাথে আবুল কালাম ও তার ছেলে আবুল কাউসার আশার মনস্তাত্বিক দূরত্ব চলছিলো। দল থেকে মুকুলের বহিষ্কারাদেশ তুলে নেয়া কিংবা মুকুলের উপর হামলার ঘটনায় পাশে দাঁড়ানোর বিষয়ে আগ্রহ দেখা যায়নি কালাম ও আশার। বরং এক প্রকার এড়িয়েই চলেছেন তাকে। নিজ চেষ্টায় ও দলীয় প্রার্থীর সুপারিশে ফিরে পেয়েছেন দলীয় পদ। সাথে সাথেই মাসুদুজ্জামানকে পুর্ন সমর্থন দিয়ে নিজের নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছেন মুকুল। যা নিয়ে ক্ষুব্ধ কালাম পরিবার। 

ক্ষুব্ধ হবার রূপ দেখিয়ে গেছে আবুল কাউসার আশা ও তার অনুসারীরা। মুকুলের বাসার সামনে আওয়ামী লীগের দালাল স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ জানান দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আতাউর রহমান মুকুলের সাথে সেলিম ওসমানের পুরোনো ছবি প্রচার করে যাচ্ছেন আশার অনুসারীরা। পাল্টা জবাবে আশার সাথে সেলিম ওসমানের ছবিও প্রচার করছে মুকুল অনুসারীরা। সব মিলিয়ে হাজী জালাল পরিবারে পুরোনো ঐক্যে যে ফাটল ধরেছে তা এবার স্পষ্ট। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠন হবার পর সবশেষ ঐক্য দেখা গিয়েছিলো কালাম পরিবারে। সেসময় মুকুল, আশা, খোরশেদ সহ একাধিক শীর্ষ নেতারা মিলে বিদ্রোহী কমিটি পরিচালনা শুরু করে। এরপর নির্বাচনে মুকুল দল থেকে বহিস্কার হবার পর তাকে ধীরে ধীরে মাইনাস করার প্রবণতা শুরু হয়। উপজেলা নির্বাচনেও মুকুলকে সহযোগীতা করতে পাশে দাঁড়ায়নি তার ভাই আবুল কালাম ও ভাতিজা আবুল কাউসার আশা। পুরোনো একাধিক ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই মুকুল এবার ভাইয়ের সঙ্গ ত্যাগ করে মাসুদুজ্জামানের কাছে গিয়েছেন বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা। 

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের পূর্বেই নিষ্ক্রিয়তা সহ নানাবিধ কারনে নেতাকর্মীদের হারিয়েছে কালাম পরিবার। নতুন করে মনোনয়নে পরিবর্তন আসায় তা আরও কমেছে। শেষ পেরেক হিসেবে জুটেছে নিজের ভাইয়ের বলয় ত্যাগ। নতুন করে হাজী জালাল পরিবার ঘুরে দাঁড়াবে এমন বিশ্বাস এখনও জিইয়ে রেখেছেন অনুসারীরা। তবে এই স্বপ্ন বাস্তবতার সাথে কতটা সামঞ্জস্য থাকে তা সময়েই বলে দিবে। 

Islam's Group