News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

মুকুলের সমাবেশে মাসুদ, দাওয়াত পায়নি অনেক বিএনপি নেতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১০:২৪ পিএম মুকুলের সমাবেশে মাসুদ, দাওয়াত পায়নি অনেক বিএনপি নেতা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সুপারিশে দলের প্রাথমিক সদস্য পদ ফেরত পেয়েছেন সমালোচিত আতাউর রহমান মুকুল ও গোলাম নবী মুরাদ। দুইজনের প্রাথমিক সদস্য ফিরে সংবাদে বন্দর থানা ও উপজেলা বিএনপি মূলধারা রাজনীতিতে অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার সিরাজদৌল্লা মাঠে আতাউর রহমান মুকুলের দলের ফেরা উপলক্ষে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে সংবর্ধনা আয়োজন করা হয়। তাকে নিয়ে প্রথম বন্দরে নির্বাচনী জনসভা করেন মুকুল-মুরাদ।

বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ জানান, ধানের শীষে প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে সংবর্ধনা আয়োজন করেছেন বিএনপিতে ফেরত আসা প্রাথমিক সদস্য পাওয়া একজন শুনেছি। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানে বন্দর থানা ও উপজেলা বিএনপি সক্রিয় কমিটির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। বিগত সময়ে যারা সুবিধা নিয়েছিলো তারা আয়োজন করেছেন বলে শোনা গেছে।

অন্যদিকে বন্দর উপজেলা বিএনপি কয়েক নেতা জানিয়েছেন, বন্দর বিএনপিকে ব্যবহার করে মুকুলরা বিগত সময়ে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। বিএনপি বিরুদ্ধে অবস্থানে নেয়া নেতাদের পাশে দেখা গেছে মুকুলকে। তার নামে এমন আয়োজনে মহানগর বিএনপি আহবায়ক কমিটির পাচঁজন সদস্যকে আমন্ত্রণ করেনি আয়োজকরা।

অপরদিকে বহিস্কৃত মুকুলকে দলের ফিরে নেয়ার কারিগর মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর সবুর খান সেন্টু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সাবেক বিএনপি নেতা মনির হোসেন বিরুদ্ধে ফুঁেস উঠছে বন্দর বিএনপি নেতারা। বহিস্কৃত এই নেতা জমি সংক্রান্ত জের ধরে দিগম্বর করে মারধর ঘটনায় এখনো সমালোচিত ছিলেন। তখনই মাসুদুজ্জামান মাসুদ ব্যবহার করে মুকুলকে আবারো ফেরা নিয়ে দলে বিব্রত অবস্থা করেছে উপরোক্ত নেতারা।

Islam's Group