নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যেন সবকিছু হারাতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মনোনয়নকে কেন্দ্র করে তার যেন সব কূল হারিয়ে যাচ্ছে। দিন দিন তিনি একা হয়ে যাচ্ছেন। একে একে মহানগর বিএনপির নেতা থেকে শুরু করে সকলেই মাসুদুজ্জামানের বলয়ে ভীড় করছেন।
এই অবস্থায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বিএনপির রাজনীতিতে অস্তিত্ব নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এমনকি তার পদে থাকা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে। অথচ তিনি ছিলেন মহানগর বিএনপির অভিভাবক। কিন্তু এবার তাকে সেই অভিভাবকের আসন থেকে সরে আসতে হবে।
জানা যায়, বিএনপির রাজনীতিতে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের জায়গা করে নেয়ায় নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির মোড় যেন ঘুরে যাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার ধারাবাহিকতায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্ব নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
তবে তার সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলয় পরিবর্তন করে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করে আসছেন। ইতোমধ্যে তিনি মাসুদুজ্জামানের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। কিন্তু সাখাওয়াত হোসেন খান পড়েছেন বিপাকে। তিনি মাসুদুজ্জামানের বলয়ে ভিড় করতেও পারছেন আবার যেন নিজের অবস্থানও ধরে রাখতে পারছেন না।
এর আগে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তার এই যোগদান বিএনপির রাজনীতিতে নজিরবিহীন ঘটনা হিসেবে আবির্ভাব হয়েছে। কেন্দ্রীয় অফিসে গিয়ে যোগদান করার ইতিহাস বিএনপিতে খুব কমই রয়েছে। সেই সাথে তার যোগদান অনুষ্ঠানই জানান দিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিক নিয়ন্ত্রক হবেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে মাসুদুজ্জামানের প্রবেশে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির মোড় ঘুরে যেতে থাকে। মাসুদুজ্জামান মাসুদের এই উত্থানে বিপাকে পড়ে যান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শুরু থেকেই তারা মাসুদের বিরোধীতা করে আসছিলেন। কিন্তু তাদের এই বিরোধীতার দলীয় কোনো স্বীকৃতি মিলেনি।
এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম রয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জের চারটি আসনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদের নামও ঘোষণা করা হয়েছে। আর এই নাম ঘোষণার সাথে সাথে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে মাসুদুজ্জামানের অবস্থান আরও পোক্ত হতে থাকে। কিন্তু এতকিছুর পরও মাসুদুজ্জামান মাসুদকে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু মেনে নিতে পারছিলেন না। বিভিন্নভাবে বিরোধীতাই করে আসছিলেন।
আর এই বিরোধীতা করতে গিয়ে এবার সবা হারাতে যাচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। যেন তিনি বিএনপির রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন। রাজনীতিতে নিজের অবস্থান নিয়েই শঙ্কা সৃষ্টি হয়েছে।
তার আগে গত ১৪ জুন মেজবান তথা ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছেন মাসুদ। সেখানে বিএনপির নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সেই সাথে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদুজ্জামান তার নির্বাচনের বাসনা জানান। তার এই ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মাসুদুজ্জামান মাসুদের বিপরীতে অবস্থান করে আসছিলেন।
বিভিন্ন সভা সমাবেশের মধ্য দিয়ে তাদের বিরোধী অবস্থান জানান দিয়ে আসছিলেন। সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু যেন মাসুদুজ্জামান মাসুদকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু তাদের বিরোধীতাকে কেন্দ্রীয় বিএনপি কোনো রকমের গুরুত্বই প্রদান করেনি। মাসুদুজ্জামানকেই দলে গুরুত্ব দেয়া হচ্ছে। সেই সাথে তার বিপরীতে থাকা নেতাদেরকে হারিয়ে যেতে হচ্ছে।








































আপনার মতামত লিখুন :