News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

এমপি হলে শ্রমিকদের হাসপাতাল করবো : জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১০:০৮ পিএম এমপি হলে শ্রমিকদের হাসপাতাল করবো : জব্বার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যাগে ফতুল্লা  বিসিক শাখার শতাধিক শীতার্ত শ্রমজীবীদের মাঝে ২৮ নভেম্বর শুক্রবার বাদ আসর বিসিক এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের জন্য আধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় শ্রমিক নেতারা মাওলানা আবদুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ  জামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, থানা সভাপতি খোরশেদ আলম রবিন প্রমুখ।

Islam's Group