মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লা শাখার উদ্যোগে বিজয় র্যালি করা হয়েছে। সুশৃঙ্খল ভাবে বিজয় র্যালিটির নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পঞ্চবটি মোড় হতে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুলিশ লাইন হয়ে মাসদাইর, জামতলা সড়ক হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফতুল্লা থানা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছরে মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তন হয়েছে ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের। তারা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন না তারা তাদের পকেটের উন্নয়ন করেছে। ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা সবাই নিজের আখের গুছিয়েছে। তারা হয়েছে আঙুল ফুলে কলাগাছ। ভাগ্যাহত জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই স্বাধীন দেশে কেউ খাবে তো কেউ খাবে না তা কিছুতেই হবে না। এই বিজয় দিবসে প্রতিজ্ঞা করতে চাই আগামীতে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীতে সংসদ হবে ইসলামের সংসদ। আগামী নিবর্বাচনে কেউ পেশী শক্তি, রক্ত চক্ষু দেখাতে চায় কালো টাকা এবং ক্ষমতা দেখাতে চায় আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ।


































আপনার মতামত লিখুন :