News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

এনায়েতনগরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:৩০ পিএম এনায়েতনগরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিবের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আসর ফতুল্লার এনায়েতনগরবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেন ও ফরহাদের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ। 

দোয়া মাহফিল অনুষ্ঠানে শাহাদুল্লাহ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছে। কিন্তু কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। দীর্ঘ কারাবাসের কারণে তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি, যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group