রাজধানী ঢাকায় ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরিফ ওসমান বিন হাদি'কে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। সোমবার ভোরে জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির পটুয়াখালী সদরের মৃত মোজাফফরের পুত্র। সে বর্তমানে ঢাকা কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় থাকতো।
মঙ্গলবার সকালে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত কবির (৩০) ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এর অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় আসামী কবির গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদ এর সাথে বেশ কয়েকবার প্রবেশ করে। ঘটনার পরপরেই গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অভিযুক্ত কবির'সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেয়। গ্রেফতারকৃত কবির এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি, ডিবি, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।







































আপনার মতামত লিখুন :