News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিনি ম্যারাথন ‍‍`ভিক্টরি রান‍‍` অনুষ্ঠিত 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নারায়ণগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:৩৩ পিএম মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিনি ম্যারাথন ‍‍`ভিক্টরি রান‍‍` অনুষ্ঠিত 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে মিনি ম্যারাথন 'ভিক্টরি রান' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকালে শহরের খানুপর চিলড্রেন পার্ক মাঠ প্রাঙ্গণ থেকে মহসিন ক্লাবের উদ্যোগে এবং ইপিলিয়ন গ্রুপ ও সেইলরের সহযোগিতায় মিনি ম্যারাথনটি বের হয়। এরপর শহরের মিশনপাড়া মোড় ঘুরে পুণরায় চিলড্রেন পার্ক মাঠে এসে শেষ হয়।

পরে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলম, ইপিলিয়ন গ্রুপের পরিচালক ইমাজ উদ্দিন আল রাজী, মহসিন ক্লাবের সহসভাপতি সামশুজ্জামান ভাসানী, সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপনসহ আরো অনেকে। 

মিনি ম্যারাথনে ছেলেদের মধ্যে বাবুল, ইমরান ও হেদায়েত জয়লাভ করে। মেয়েদের মধ্যে ফাইজা, মীম ও রাবেয়া জয়ী হয়। 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group