News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ফতুল্লায় পঞ্চায়েতের উদ্যোগে বিজয় দিবস পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:০১ পিএম ফতুল্লায় পঞ্চায়েতের উদ্যোগে বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব লালপুর এলাকায় লালপুর-আলআমিন বাগ পঞ্চায়েত কমিটির উদ্দেগ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে লালপুর-আল আমিন বাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে কোরআন তেলওয়াত, হামদ্ নাত, ইসলামী সংগীত ও বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতাগুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ।

হাজী মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে ও মুফতি জহিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরিফুল ইসলাম জনি ও রফিকুল ইসলাম।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group