News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

আড়াইহাজারে যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:১০ পিএম আড়াইহাজারে যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় এক যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

পুলিশের দেয়া তথ্য মতে নিহত যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি সিলেটের ভাতাঝিল এলাকার ৪৭/এ, ভবনের ২য় তলার বাসিন্দা এবং তিনি মৃত আনোয়ারুল ইসলাম ও রেশমা দম্পতির পুত্র। তবে তাকে কি করণে এবং কোথায় কে বা কারা এমন নির্মম ভাবে খুন করে এখানে এনে লাশ ফেলে রেখেছে সেই সম্পর্কে পুলিশ বিস্তারিত কোন তথ্য দেয়নি।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি। লাশের শাহাদাত ও তর্জনী আঙ্গুল বিচ্ছিন্ন ছিল।

তিনি আরও জানান, কে বা কারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group