News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

বিজয় দিবসে যুব ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৯:২০ পিএম বিজয় দিবসে যুব ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলী

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে চাষাঢ়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার অঙ্গীকার করছি।

যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ বলেন, "মহান বিজয় দিবসের চেতনায় অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাই।"

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্পাদক জাহিদ সুজন, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, সদস্য আল মেহেদী, রাতুল দেওয়ান ও বন্দর থানার সংগঠক সাব্বির আহমেদ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group