News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:১১ পিএম তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী দিচ্ছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তবে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসতে পারে দলটি।

নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁও আসনে সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনে আলমগীর সিকদার লোটন ও নারায়ণগঞ্জ-৪ আসনে সালাউদ্দিন খোকার নাম ঘোষণা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবুর প্রতিদ্বন্দ্বিতা করেন লোটন। লোটনের বাবা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সাদত আলী সিকদার ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য ও ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়নে সংসদ সদস্য ছিলেন। এরশাদ আমলে আলমগীর সিকদার লোটন ও তাঁর ভাই জাহাঙ্গীর সিকদার জোটন ছিলেন দেশের ছাত্র রাজনীতির আলোচিত জুটি। সন্ত্রাস নির্ভর রাজনীতির কল্যাণে দেশব্যাপী পরিচিতি ছিল তাদের। ১৯৮৭ সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দুই ভাই আলমগীর সিকদার লোটন ও জাহাঙ্গীর সিকদার জোটন ভিপি ও জিএস নির্বাচিত হন। এছাড়া গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার তাঁর চাচাতো ভাই। সবমিলিয়ে আড়াইহাজারে লোটনের শক্ত ভিত্তি রয়েছ।

আওয়ামীলীগ সরকার আমলে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন হত্যা সহ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহত একাধিক মামলা আসামী হয়েছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক দুইবারের এমপি ও জাতীয় পার্টি (এরশাদ-কাদের) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খোকা এমপি না থাকলেও তিনি ওসমান পরিবারের দয়ায় দুই এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। গত ১৭ মাসে লিয়াকত হোসেন খোকা গ্রেপ্তার না হয়ে রাজধানী ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে সক্রিয় ছিলেন। এবার বৈষম্যবিরোধী হতাহত মামলার আসামী হয়েও নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হয়েছেন লিয়াকত হোসেন খোকা।

আওয়ামীলীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে প্রাকাশ্যে খোকাকে দেখা যায়নি। এমনকি তার নির্বাচনী এলাকা গেলেও প্রকাশ্যে কম দেখা গেছে। শহরের আমলাপাড়া তার বাড়িতে নেতা-কর্মীদের আনাগোনা কম থাকলেও খোকা রয়েছেন ঢাকায় কেন্দ্রেভিত্তিক রাজনীতিতে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীর ঘোষনা পর থেকে লিয়াকত হোসেন খোকা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group