News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

আমাদের লড়াই ক্ষমতার জন্য নয় : সিরাজুল মামুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:১৭ পিএম আমাদের লড়াই ক্ষমতার জন্য নয় : সিরাজুল মামুন

জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি মার্কা) বলেন, আমাদের লড়াই কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা ও ইনসাফ কায়েমের জন্য। তাই প্রচারণার প্রতিটি মুহূর্তে আমাদের নৈতিকতা ও আদর্শের পরিচয় দিতে হবে। ১১ দলীয় জোটের প্রতিটি শরিক দলের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করতে হবে যেন আমাদের ঐক্য জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। 

তিনি বলেন, প্রতিটি ভোটারের ঘরে ঘরে যেতে হবে। তাদের সুখ-দুঃখের কথা শুনতে হবে। মনে রাখবেন, মানুষের ভালোবাসা জয় করাই আমাদের প্রথম লক্ষ্য। প্রচারণার সময় কারোর সাথে রুঢ় আচরণ করা যাবে না। ধৈর্য, নম্রতা এবং ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আমাদের আদর্শ যেন আমাদের কথা ও কাজে ফুটে ওঠে।

তিনি আরও বলেন, "দেওয়াল ঘড়ি মার্কা" শান্তি ও পরিবর্তনের প্রতীক। এই বার্তাটি নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থেকে মানুষের দ্বারে দ্বারে যেতে পারি, তবে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানা শাখার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু ও বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group