News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম : খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৩৩ পিএম মহাকালের সমাপ্তি, আমরা এতিম হলাম : খোরশেদ

বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় ও প্রভাবশালী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোক বার্তায় খোরশেদ বলেন, তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন সংগ্রামী নেত্রী। রাজনীতিতে তার উপস্থিতি ছিলো নক্ষত্রের মতো আলোকময়, আর তার প্রস্থানও হয়েছে নক্ষত্রের মতোই। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম এবং নেতৃত্ব দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। খোরশেদ আরো বলেন, দেশনেত্রীর মৃত্যুতে এক মহাকালের সমাপ্তি হলো। আমরা তার আর্দশের সন্তানরা এতিম হলাম।

আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তাঁর ভুলত্রুটি ক্ষমা করে তাঁর সৎ আমলগুলো কবুল করে তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group