সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাকক্ষে দোয়া ও মিলাতে সভাপতি বদিউজ্জামান বদু সভাপতিত্বে পরিচালকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. দুলাল মল্লিক, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. পারভেজ মল্লিক, মো. শাহীন হোসেন, মো. আতাউর রহমান, মো. মনির হোসেন, মাসুদুর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, মো. নাছির শেখ, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহমেদ ও মো. বিল্লাল হোসেন প্রমুখ।
একই সাথে ৩১ ডিসেম্বর বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৪ (এজিএম)
অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করে আগামী বছর ৮ জানুয়ারি করার নির্ধারণ করা হয়। মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের কমিউনিটি সেন্টার (আইন কলেজ সংলগ্ন) ভবনে এজিএম অংশগ্রহণে অনুরোধ জানিয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু।
এদিকে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম
জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক এর সহিত
একাত্ত্বতা প্রকাশ করে ৩১ ডিসেম্বর বুধবার শহরের নয়ামাটি, বিবি রোড সহ নারায়ণগঞ্জ সদর এলাকার সকল হোসিয়ারী প্রতিষ্ঠান সমূহ সারাদিন বন্ধ রাখার বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।








































আপনার মতামত লিখুন :