News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অবৈধ গ্যাস ব্যবহার : কলাপাতাকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৩৬ পিএম অবৈধ গ্যাস ব্যবহার : কলাপাতাকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ের দুটি প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও কলাপাতা নামের বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর ভবনাথপুর ঢালাই কারখানা ও দত্তপাড়া এলাকায় চুনা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুনিম সোহানা।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি চুনা কারখানা ও পৌর ভবনাথপুর এলাকায় ঢালাই কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চক্র ব্যবসা পরিচালনা করে আসছে। ওই চক্রটি প্রতিদিন ৮হাজার ১শ ৮০ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছেন। কারখানা দুটির মালিক ঘটনাস্থলে না থাকার কারনে তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি।  

তিনি আরো জানান, দুটি কারখানা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি কলাপাতা নামের একটি মিষ্টির কারখানাকে অবৈধ গ্যাস ব্যবহারের কারনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩শ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।  

কলাপাতা মিষ্টি কারখানার মালিক মামুন শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা অবৈধ গ্যাস ব্যবহার করেন না। তারপরও ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেছেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group