News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

নারায়ণগঞ্জে নির্বাচন থেকে সরে আসলেন তনু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:২৭ পিএম নারায়ণগঞ্জে নির্বাচন থেকে সরে আসলেন তনু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন না।

এ আসনে তাঁর শ্বশুর সাবেক এমপি আবুল কালাম বিএনপির মনোনীত প্রার্থী।

২৮ ডিসেম্বর বিবৃতিতে তনু বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা কাজ করেছিলো।

তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষাপট ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠীর, বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।

আমি বিশ্বাস করি, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে কাজ করে যাবো রাজনৈতিকভাবে।

আপনারা আমাকে গত দের বছর যেভাবে পাশে পেয়েছেন আপনাদের জন্য কাজ করতে দেখেছেন, আগামীতেও আপনাদের এই সন্তানকে এভাবেই আপনাদের পাশে পাবেন। বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু বর্তমান দল থেকে নয়। আগামী আমাদের হবে। ইনশাল্লাহ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group