মঙ্গলবার বিকাল পাঁচটায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কথন সামাজিক -সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
নারায়ণগঞ্জ এক নম্বর রেল গেট, শহিদ মিনার ও দুই নম্বর রেল গেট এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময়ে সভাপতি দীপা নাগ তন্দ্রা বলেন, 'বাংলাদেশে শৈত্যপ্রবাহ সংশ্লিষ্ট কারণে প্রতিবছর গড়ে ২৮১ জন মানুষের মৃত্যু হয়-সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দেশের প্রায় তিন কোটিরও বেশি মানুষ এখনও শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অথচ বস্ত্র মানুষের অন্যতম মৌলিক অধিকার। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও আজও রাস্তায়, পথে-ঘাটে কিংবা আমাদের আশপাশের প্রতিবেশী ঘরেই অসংখ্য মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের দীর্ঘ ও জরাজীর্ণ রাতে ফুটপাতে বসবাসরত বাসস্থানহীন মানুষের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।'
আরও বলেন, 'অন্যদিকে, চুরি, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে লুটেরা ধনিক শ্রেণির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জুলাই এসেছিল—এই বৈষম্য, অবিচার ও শোষণের কাঠামো ভেঙে সমাজের আমূল পরিবর্তনের প্রত্যাশা নিয়ে। কিন্তু একাত্তর, নব্বই কিংবা চব্বিশ—বারবার মানুষের আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়েছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র বারবার ব্যর্থ হয়েছে। এই দায়বদ্ধতা অনুভব করে কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। '
সংগঠনের পক্ষ থেকে ব্যবহৃত কিন্তু অপ্রয়োজনীয় শীতবস্ত্র ডোনেট করার পাশাপাশি আর্থিক সহায়তার মাধ্যমে এই উদ্যোগের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।








































আপনার মতামত লিখুন :