News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:০৪ পিএম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জের শোক

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আল আমিন রাকিব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আল আমিন রাকিব এই যৌথ শোক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি এবং জাতির ইতিহাসে এক মহীরুহ নেত্রীর সকল অবদান গভীরভাবে স্মরণ করছি।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িপালন করে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করেন। তিনি কখনোই নিজের জীবনের স্বার্থকে দেশের স্বার্থের উর্ধ্বে স্থান দেননি, বরং ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন। বিশেষকরে, আলেমসমাজের প্রতি তার সম্মান, ভালোবাসা এবং ইসলামী প্রতিষ্ঠান গঠনে রাষ্ট্রীয় সহায়তার মনোভাব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃদ্বয় বলেন, আমরা এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করছি। তার জীবন সংগ্রাম, সহিষ্ণুতা ও বিচক্ষণ নেতৃত্বের শিক্ষা জাতি কখনো ভুলবে না। মহান আল্লাহ শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এই শোক বহনের তৌফিক দান করুক।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group