আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। পুলিশ সুপার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে পুলিশের ভূমিকার উপর নির্ভর করবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি।
সাধারণ জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।







































আপনার মতামত লিখুন :