News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

কালামের কাছে ফেরার  অপেক্ষায় বিএনপি নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৩৬ পিএম কালামের কাছে ফেরার  অপেক্ষায় বিএনপি নেতারা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। জয়ের পথ প্রায় সুগমই দেখছেন নেতাকর্মীরা। চমকপ্রদ কিছু না থাকলে স্বস্তিতেই থাকবেন আবুল কালাম। যদিও এই আসন নিয়ে নানান নাটকীয়তা দেখা গেছে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে শেষ পর্যন্ত এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। এখন চলছে নানান আঙ্গিকে গণসংযোগের কাজ। 

এর আগে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মাসুদুজ্জামান মাসুদ। তবে মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই মাসুদের বিরোধীতা করেন আবুল কালাম সহ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব ইউসুফ খান টিপু এবং বিএনপিপন্থি ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। সেসময় তারা বলেন, মাসুদ ছাড়া অন্য কেউ মনোনয়ন পেলে তারা একবাক্যে মেনে নিবেন। এরপর আবুল কালাম মনোনয়ন পাওয়ার পর তাকে সমর্থন দিয়েছেন তারা তিনজনই। 

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পরিবর্তনের পুর্বে বিএনপির যেসব নেতা মাসুদুজ্জামান মাসুদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তারা বর্তমানে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আবার আবুল কালামের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন। তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে তারা কালামের কাছে ফিরে আসতে চান। কিন্তু তারা ফিরতে পারছেন না আবুল কালামের অনুসারীদের কারনে। তোপের মুখে পড়তে পারেন এই কারণে গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন। 
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, দলীয় স্বার্থে বিভক্তি নয়, ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতে, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নিতে হলে সবাইকে এক ছাতার নিচে আনতে হবে। আর সেই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আবুল কালাম। নেতাকর্মীরা চাচ্ছেন, আবুল কালাম তার পুরোনো ক্লিন ইমেজ অব্যাহত রেখে ফের ঐক্যের ডাক দেক। সেই সাথে যারা ফেরার পথ খুঁজছেন এবং তার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, তাদের ফের ডেকে একত্রিত করে নেয়া। এর মাধ্যমে নির্বাচনের পূর্বে এক ঐক্যবদ্ধ বিএনপিকে দেখতে পাবে নগরবাসী। 

দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, আবুল কালাম তার পরিচিত উদার ও সহনশীল মানসিকতা দিয়ে অতীতের বিরোধ ভুলে সবাইকে আপন করে নেবেন। এজন্য তারা অপেক্ষায় আছেন তার ‘গ্রিন সিগন্যাল’-এর। একবার ইতিবাচক সাড়া মিললেই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ভেতরে পুনর্মিলনের পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে আবুল কালামের ঘনিষ্ঠ মহলও বলছে, তিনি বরাবরই দলীয় ঐক্যের পক্ষে। সঠিক সময় ও উপযুক্ত পরিবেশ তৈরি হলে তিনি সবাইকেই সাথে নিবেন।
 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group