News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

আমরা কত নাম্বার  মুসলমান  : আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৬:৩২ পিএম আমরা কত নাম্বার  মুসলমান  : আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মাছ যেমন অর্ধেক পানিতে অর্ধেক উপরে এই মাছ যেমন বাঁচতে পারে না তেমনি তুমি ইসলামে কিছু ঢুকেছো কিছু বের হয়েছো তোমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। 

শুক্রবার ৯ জানুয়ারি জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আল্লামা আব্দুল আউয়াল বলেন, আল্লাহর আদেশের সামনে কোনো মানুষের অজুহাত কোনো আপত্তি কোনো প্রশ্ন কি কেন শব্দ কিছুই আসবে না। যেমনটা আল্লাহ আদেশ করেছেন ওইটাকে বাস্তবায়ন হুবহু করে দেখাবে তার নাম মুসলিম। 

আল্লামা আব্দুল আউয়াল বলেন, আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে হবে হারাম খাওয়া যাবে না সুদমুক্ত জীবন গড়তে হবে আচরণ দিয়ে কষ্ট দেয়া যাবে না। আদেশগুলো পালন না করে নিজেকে মুসলিম দাবি করে কিভাবে? আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত দিয়ে সুদ খাই ঘুষ খাই হারামা খাই আমাদের চরিত্রকে কলুষিত করছি মানুষকে কষ্ট দিয়ে থাকি আমরা মুসলমান। কত নাম্বার মুসলমান? 
 

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group