News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা সহ দুইজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪৩ পিএম যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা সহ দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি সন্ধ্যায় আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান করে সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ি তল্লাশী করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো শেরপুর জেলার দিকপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (৩৫), ও একই এলাকার মো. সুলতানের ছেরে নুর ইসলাম (৩২)।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযানটি পরিচালনা করেন। অভিযান চলাকালে আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টায় সিডিএম ব্যানারের একটি বাস, যার রেজিঃ নং ঢাকা মেট্টো-ব-১৪-৫৫৯৩ ঘটনাস্থলে আসলে বাসটিকে সংকেত দিয়ে থামালে উক্ত বাস হতে দুইজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।  এ সময় তাদের তল্লাশী করে তাদের কাছে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group