সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। আমার জীবনের প্রথম দল বিএনপি। আমি বিএনপিতেই থাকতে চেয়েছিলাম। বিএনপির মহাসচিব যখন বললেন স্থানীয় নির্বাচন স্বতন্ত্রভাবে করা যাবে। তখন আমি নির্বাচনে গিয়েছিলাম। আমার নির্বাচন সবসময় মহাসচিব মনিটরিং করেছিলেন।
শুক্রবার ৯ জানুয়ারি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ২০২৩ সালের ১৪ মে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য বলেছিলেন, আমার তৈমূর কই? তার কোনো অবদান নেই? তাকে কেন বহিস্কার করলা? এই কথাগুলো পরবর্তীতে পত্রিকায় বড় করে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা যদি না বলতেন তাহলে নেতারা প্রতিবাদ করতেন। কিন্তু নেতারা কোনো প্রতিবাদ করেনি।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলার পরে আইনগতভাবে আমার বহিস্কার থাকার কথা না। বহিস্কার থাকা উচিত না। স্বয়ংক্রিয়ভাবে বহিস্কার প্রত্যাহার হয়ে উচিত। মহাসচিব মনিটরিং করার পর আমার বহিস্কার স্বস্তিবোধ করছি না। তবে দল করেছে দলের প্রতি শ্রদ্ধা জানাই। আবার মনের কষ্ট প্রকাশ করি না। মনের শান্তনা যাদের নিয়ে জিয়াউর রহমান দল করেছিলেন তারা বহিস্কার হয়ে গেছে। দলের আদর্শ লালন করি ম্যাডামকে শ্রদ্ধা করি বাকী জীবন শ্রদ্ধা করে যাবো।
তৈমূর বলেন, যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলে বলতাম দলটা কারা ভাংতে চেয়েছে যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মিটিং করেছে তারা কেউ এখন স্থায়ী কমিটির সদস্য হয়ে গেছে। কেউ ভালো অবস্থানে আছে। তারা সকলেই আবার মনোনয়নও পেয়েছে।
তার নিজের অবস্থান স্পষ্ট করে তৈমূর বলেন, আমি তৃণমূল বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তখন একটা পরিস্থিতিতে একটা কথায় আটকে গিয়েছিলাম। এজন্য তৃণমূল বিএনপি করতে হয়েছিলো। তবে বিএনপি ভালো চলুক। দেশটা ভালো চলুক। দেশের মানুষ আত্মমর্যাদাবোধ নিয়ে থাকুক। দেশের মানুষ যেন সুবিচার পায়।


































আপনার মতামত লিখুন :