নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন ও নাগরিক ভোগান্তি কমাতে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ মহিলা কলেজ থেকে ২ নম্বর রেল গেট পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়নের উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় রেল মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, আগামী রোববার অনুষ্ঠিত জেলার উন্নয়ন সভায় রেজুলেশন গ্রহণের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্লিয়ারেন্স চেয়ে চিঠি পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে খুব দ্রুতই বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু করা হবে।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর ও পরিচালক সোহান আক্তার সোহেল।
একই সাথে নাগরিক সমাজের প্রতিনিধি রবিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং রেলওয়ের প্রকৌশলীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রস্তাবিত সড়কটি রেলওয়ের জমির ওপর অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রকৌশলী ও কর্মকর্তারা রাস্তাটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি দিক ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত প্রদান করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এই বাইপাস সড়কটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ শহরের ভেতরের যানজট অনেকটাই কমে যাবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই শহরে চলাচল করেন, কিন্তু রাস্তার পরিমাণ সেই তুলনায় খুবই সীমিত। এই সড়ক চালু হলে শহরের চলাচল সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরবে। কিছু মানুষের সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু লক্ষ মানুষের উপকারের জন্য আমাদের সবাইকে এই উদ্যোগের পাশে থাকতে হবে।
এর আগে গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত বাইপাস সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন।
এর আগে গত ২৭ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রেল সেবার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নারায়ণগঞ্জের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও নাগরিক প্রতিনিধিরা এই বাইপাস সড়কটি চালুর বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, রেল মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে মহিলা কলেজ থেকে দুই নম্বর গেট পর্যন্ত এই বাইপাস সড়কটি চালু হলে শহরের ভেতরের যানজট অনেকটাই কমবে এবং নগরবাসীর চলাচল সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের সামগ্রিক নাগরিক জীবনেও ইতিবাচক পরিবর্তন ঘটবে।



































আপনার মতামত লিখুন :