News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

চাষাঢ়া-ইসদাইরে রায়হান খুন : ডিবিতে গ্রেপ্তার ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:০১ পিএম চাষাঢ়া-ইসদাইরে রায়হান খুন : ডিবিতে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও ইসদাইরে মাদক ব্যবসায় আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে রায়হান নামের বাবুচি খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা হলো শরিফ (১৮) , রুহুল আমিন (৩৫), মো: আলী (৪৮) ও সজিব (২৪)। তাদের সকলের বাড়ি ফতুল্লার ইসদাইরে। এর মধ্যে শরিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

ডিবি জানায়, মাদক ব্যবসায় আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজন গত ১২ জানুয়ারী রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাঢ়স্থ ইসদাইর বাজার রোডের জনৈক মুন্সির খুশবু হোটেলের সামনে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছোরা, চাকু ইত্যাদি দিয়ে রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) নামক এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রায়হান মোল্লা ওরফে রেহানকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লিখিত ঘটনায় মৃতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জন এজাহারনামীয় এবং ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নামে এজাহার দায়ের করেন। মামলাটি ফতুল্লা থানা পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেন। কিন্তু মামলাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার উক্ত হত্যা মামলাটি ডিবিকে হস্তান্তর করেন।

গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে ডিবির ওসি মোহাম্মদ মাহবুব আলমমের নেতৃত্বে টিম চারজনকে গ্রেপ্তার করে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group