News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

আওয়ামী লীগের সন্ত্রাসীদের না রাখতে জোট প্রার্থীকে রনির হুশিয়ারী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৩৯ পিএম আওয়ামী লীগের সন্ত্রাসীদের না রাখতে জোট প্রার্থীকে রনির হুশিয়ারী

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সমর্থীত জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের পাশে না রাখতে কঠোর ভাবে হুশিয়ারি করে দিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তিনি বলেন, যারা ১৭ বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে তাদেরকে যদি আপনার পাশে রাখেন এবং যারা প্রকাশ্যে আমার ভাইদের উপর গুলি করেছে আপনে যদি তাদেরকে আপনার পাশে রাখেন তাহলে আমাদের অর্জন বিলিন হয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তার বক্তব্যে মনির হোসাইন কাসেমীর উপস্থিতে যুবদল নেতা রনি এমন হুশিয়ারী দেন।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর কতটা কষ্ট করেছি কতটা রাত ঘুমাতে পারিনি বাবা মাকে কষ্ট দিয়েছি। মা হাসপাতালে ছিলো দেখতে যেতে পারিনি। বড় ভাইকে ধরে নিয়ে পা ভেঙ্গে দিয়েছে। বোন জামাইকে হত্যা করেছে। আমার মা মারা গেছে জানায়া দিতে আসতে পারিনি। এ কষ্টের ব্যাখা করতে গেলে অনেক সময় লাগবে। আপনার কাছে অনেকে আসবে তাদের সময় দেন আমাদের সমস্যা নেই। কিন্তু যারা আমাদের ভাইদের উপড় প্রকাশ্যে গুলি করেছে ভিডিও ফুটেজও আছে তাদের যেনো আপনার আসে পাশে না দেখি। আপনে যদি সন্ত্রাসীদের নিয়ে চলেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ভোট পাবেন না।

তিনি আরো বলেন, আমাদের দেখে জনগণ যেভোট গুলো আপনাকে দিবে সে ভোট গুলো বিলিন হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করবো আপনি সন্ত্রাসী খুনি চাঁদাবাজদের কাছ থেকে দুরে থাকুন। আমরা আপনাকে পাশ করিয়ে এমপি বানিয়ে নিয়ে আসবো।

অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা মহিলা বিএনপির আহ্বায়ক রহিমা শরীফ মায়া, সহ-সভাপতি রুজিনা আক্তার প্রমুখ।

Islam's Group