নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে বিভিন্ন সময় লাঠি হাতে ফুটপাতের হকারদের নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এ নিয়ে যেমন তার কর্মকান্ড প্রশংসিত হয় তেমনি সমালোচিতও হতে দেখা গেছে। এবার চাষাঢ়া বালুর মাঠে ইসলাম হার্ট সেন্টারের আশে পাশে কোন প্রকার দোকানপাট না বসানোর জন্য অনুরোধ জানানোর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বালুরমাঠ এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া অনুষ্ঠান শেষে তিনি মাইকে সকলকে উদ্দেশ্য করে বলেন, এই ইসলাম হার্ট সেন্টারের আশে পাশে কেউ যেন কোন প্রকার দোকানপাট না বসান। যদি কেউ এখানো কোন প্রকার দোকানপাট বসান বা বসানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের ফুটপাত গুলোতে অবৈধ দোকানপাটের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অভিযোগ ছিলো পূর্বে এসব অবৈধ দোকানপাটের অঘোষিত নিয়ন্ত্রক ছিলেন শামীম ওসমানের ঘনিষ্ঠজনেরা। কিন্তু গণঅভ্যুত্থানের পর তারা নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যায়। এরপর ফুটপাতের অবৈধ দোকানপাট অগণিতভাবে বৃদ্ধি পায়।





































আপনার মতামত লিখুন :