নারায়ণগঞ্জের সদর উপজেলার তিনটি কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব সুহা তাবিলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ফতুল্লা ইন্দ্রাকপুর এলাকার জে, কে ফ্যাশন, সিদ্ধিরগঞ্জের লাকি বাজার এলাকার মদিনা ডাইং এবং ফতুল্লা সৈয়দপুর এলাকার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রোডাক্ট। ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বৈদ্যুতিক মিটার ও গ্যাস মিটার খুলে ফেলা হয়।
অভিযানের সহায়হায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টীম। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা এবং প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





































আপনার মতামত লিখুন :