News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২

ফতুল্লায় মুক্তিপণ দাবিতে অপহরণ, আটক ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১০:১৩ পিএম ফতুল্লায় মুক্তিপণ দাবিতে অপহরণ, আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবিকৃত এক লাখ লাখ টাকা চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগরকে (১৯) রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের দুইদিন পর অপহরণকারী চক্রের ২ সদস্য আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই। এসময় আটকে থাকা অপহৃতকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারী) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা হতে অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার লালখাঁ এলাকার আনোয়ার মাষ্টারের গুনধর ছেলে হৃদয় (৩২) ও সৌরভ (২২)। তাদের বিরুদ্ধে এলাকায় নারী ধর্ষণ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার মিন্টুর বাড়ির ভাড়াটিয়া উপহ্রত গোলাম কিবরিয়া সাগর এর মা কাকলী বেগম বাদী হয়ে আটককৃত অপহরণকারী চক্রের সদস্য সহ আরো কয়েকজন আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার গোলাম কিবরিয়া সাগর গত ১২ জানুয়ারি সন্ধায় ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। পরবর্তীতে তাকে তার পরিবার বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে সাগরের মা জানতে পারে লালখাঁ এলাকার অপহরণকারী চক্রের সদস্য হৃদয় গংরা সাগরকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা টাকা দাবি করছে। সাগরের মা কাকলী বেগম ছেলেকে উদ্ধারের চেষ্টায় স্থানীয় মেম্বার সহ বিভিন্ন লোকজনের কাছে ছুটাছুটি করে কোন সুরাহা না পেয়ে পুলিশের হস্তক্ষেপে যায়। পরে পুলিশ লালখাঁ এলাকার বিএনপি নেতা আনোয়ার মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী ২ ভাইকে আটক করে এবং সাগরকে উদ্ধার করে। 

ফতুল্লা মডেল থানার এসআই শামীম আহমেদ জানান, গোলাম কিবরিয়া সাগর নামের এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাগরকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের সাথে যারা আরো জড়িত রয়েছে তাদেরকেও আটকের চেষ্টা চলছে। 

Islam's Group