নেতাকর্মী ও সমর্থকদের ভয়-ভীতি দেখানো অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। বুধবার ১৪ জানুয়ারি ২৭নং ওয়ার্ডে তার বাড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে এমন তথ্য দেন। অন্যদিকে ভোট ব্যাংকে কাঙ্ক্ষিত লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দফা দফা বৈঠক করে যাচ্ছেন বিএনপি একক প্রার্থী আবুল কালাম ও ১০ জোটের প্রার্থী সিরাজুল মামুন। একই অবস্থায় জোটের উপেক্ষা করে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোঃ মাছুম বিল্লাহ মাঠ চষে বেড়াচ্ছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীতা নিয়ে নভেম্বর শুরুতে ও ডিসেম্বর শেষ দিকে বিভ্রান্ত পরিস্থিতিতে পড়েন মনোনীত ও অনুগামীদের। যার কারণে শহর-বন্দর ভোট ব্যাংকে হিসাব নিকেশ ঘুরতে থাকে। শেষ পর্যায়ে সাবেক এমপি আবুল কালামকে মনোনয়ন দিলে ভোট ব্যাংকে পোক্ত অবস্থানে যায় বিএনপি।
এদিকে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস সহ ১০ জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন ভোটে ব্যাংকে হিসাব গুনছে। জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ (এবি) পার্টি দলগুলো ভোট নিয়ে এগুচ্ছেন সিরাজুল মামুন।
নারায়ণগঞ্জ-৫ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনা রয়েছেন সাবেক তিনবারের এমপি আবুল কালাম। প্রবীন এই নেতা প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন ১০ জোটের প্রার্থী সিরাজুল মামুন ও স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। এই আসনে হেভিওয়েট প্রার্থী আলোচনা ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি ২৯ ডিসেম্বর ১০ জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে সমর্থন জানিয়েছেন মনোনয়নপত্র জমা দেয়নি।
শহর-বন্দর আসনে বিএনপি প্রতিদ্বন্দ্বি অবস্থায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনে ভোট ব্যাংক রয়েছে। সেখান থেকে ভোট কিভাবে বন্টন হতে পারে এমন আলোচনা রয়েছে চারদিকে। ১০ জোটের প্রার্থী নিয়ে এখনো শরিক দলের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দের দেখা যায়নি। প্রতীক নিয়ে মাঠে নামবে এমনতা জানা গেছে। সিরাজুল মামুন জানিয়েছেন, জোটের প্রার্থী হিসেবে সবোচ্চ ভোট পেয়ে জয়ী হবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি না থাকলে গ্রহণযোগ্যতা থাকে না। সাধারণ মানুষ দীর্ঘ দিন পর স্বাধীন ভাবে ভোট প্রয়োগ করবেন এমন প্রত্যাশা নিয়ে ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন ভোটাররা।
আবুল কালামের অনুসারিরা জানিয়েছেন, ক্লিন ইমেজে বিএনপি প্রার্থী হলেন আবুল কালাম। শহর-বন্দর তৃণমূল পর্যন্ত আবুল কালামের ব্যক্তিত্ব ভোট ব্যাংক রয়েছে। বিএনপি মনোনীত হওয়া কারণে আবুল কালামের ভোটের রেকর্ড করে জয়ী হবেন।

































আপনার মতামত লিখুন :